কক্সবাজার, বুধবার, ১ মে ২০২৪

টেকনাফের বিজিবির গুলিতে ১৬ কোটি টাকার আইস ফেলে পালালো মাদক কারবারিরা!

মাদক পাচার প্রতিরোধে টেকনাফে দায়িত্বরত সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকদের মাদক বিরোধী অভিযান অব্যাহত।

তারই ধারাবাহিকতায় ২৬ ফেব্রুয়ারী (শনিবার) দিবাগত গভীর রাতের দিকে হ্নীলা অবরাং বেড়ীবাঁধ সংলগ্ন নাফ নদ দিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদক পাচার ঠেকাতে কারবারীদের প্রতিরোধ করার জন্য টেকনাফের নাফ নদে বিজিবি সদস্যরা গুলি ছুঁড়ে। উক্ত অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

কারণ চোরাকারবারীরা রাতের অন্ধকারে নদীতে লাফ দিয়ে সাঁতরিয়ে কৌশলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এদিকে বিজিবি ঘটনাস্থল তল্লাশী করে কারবারীদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৩.১৭০ কেজি আইস উদ্ধার করতে সক্ষম হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, কৌশলে পালিয়ে যাওয়া আসামীদেরকে আটকের জন্য সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকদের মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস বহন এবং পাচারের দায়ে অজ্ঞাত আসামীদ্বয়ের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: