কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

টেকনাফে অভিযানে ১৩ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার

কক্সসবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১৩ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় কোন পাচারকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। বাংলাদেশ কোস্টগার্ড চট্রগ্রাম পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (২মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশান কমান্ডার লেঃ কমান্ডার এম মীর ইমরান-উর রশিদের নেতৃত্বে টেকনাফ থানাধীন টেকনাফ বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন একটি মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থেমে যাওয়ার সংকেত দিলে লোকটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এসময় মটরসাইকেল থেকে কালো পলিথিনে মোড়ানো একটি প্যাকেট রাস্তায় পড়ে যায়। প্যাকেকটি তল্লাশি করে ১৩ হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: