কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজার টেকনাফে ১৬ এপিবিএন, ক্যাম্প-২১ (চাকমারকুল), এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স ক্যাম্পের বি- ব্লকের সাব ব্লক- বি/৭ এর কাশেম এর ৪০১ নংঘর ও রশিদ এর ৪২১ নং ঘরের সামনে ৮/১০ জন অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী অবস্হান গ্রহন করছে।

২০ অক্টোবর ভোর রাতে উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮/১০ জন দুস্কৃতিকারী দৌড়াইয়া পালিয়ে যায়।

দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী একরাম হাসান প্রকাশ মাষ্টার একরাম (২৩), মৃত মোঃ ইউসুফ পুত্র

তিনি পুরাতন-জি/২), ক্যাম্প-২১ (চাকমারকুল) ১ টি দেশীয় তৈরী (এলজি) সহ তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সে (আরচা) গ্রুপের সক্রিয় সদস্য ও ক্যাম্প লিডার। তার নামে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

১ টি কাঠের বাটযুক্ত লোহার তৈরি দেশীয় এলজি, যার কাঠের বাটসহ দৈর্ঘ্য ১১ ইঞ্চি, ট্রিগার ও হেমার সংযুক্ত যার কাঠের বাট কালো কসটেপ দ্বারা প্যাচানো।

গ্রেফতারকৃত রোহিঙ্গা আসামিকে অস্ত্র সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: