কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

টেকনাফে ধর্ষণের অভিযোগে দুই রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা। টেকনাফ বাহারছড়া শামলাপুর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ১৬ এবিপিএনের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে দুই রোহিঙ্গা যুবক আটক করতে সক্ষম হয়।

আটক একজন হলেন ২২ বছরের আয়াছ এবং অন্যজন অপ্রাপ্তবয়স্ক।
জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে উখিয়ার জামতলী ক্যাম্প থেকে এক রোহিঙ্গা তরুণীকে কয়েকদিন আগে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা মেয়েটির খোঁজ পেয়ে এপিবিএনকে জানায়।

খবর পেয়ে শামলাপুর এপিবিএন পুলিশ সদস্যরা ক্যাম্পের একটি ঘর থেকে মেয়েটিকে উদ্ধার ও দুই রোহিঙ্গাকে আটক করে।

উদ্ধার হওয়া মেয়েটি জানায়, ‘চার দিন ধরে তাকে ওই দুইজন আটকে রেখে ধর্ষণ করে। ‘
এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন পুলিশ।

পাঠকের মতামত: