কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

টেকনাফে পরিত্যক্ত ৪০ হাজার ইয়াবা উদ্ধার

হ্নীলায় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০হাজার ইয়াবা উদ্ধার করেছে।

সূত্র জানায়, ৪ মে ভোররাত সাড়ে ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে ইয়াবা আসার সংবাদ পেয়ে হ্নীলা ১নং স্লুইচ গেটটের উত্তর পাশের্^ অবস্থান নেয়। কিছুক্ষণ পর কেওড়া বন দিয়ে বস্তা নিয়ে ২/৩জন লোক আসতে দেখে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে ১কোটি ২০লক্ষ টাকা মূল্যমানের ৪০হাজার পিস ইয়াবা, ১টি মুঠোফোন পাওয়া যায়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে পদক্ষেপ গ্রহণের কার্য্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই ইয়াবার চালান পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।

পাঠকের মতামত: