কক্সবাজার, রোববার, ২৮ এপ্রিল ২০২৪

টেকনাফে মদ ও বিয়ার উদ্ধার, দম্পতি আটক

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মদ, বিয়ার উদ্ধার করা হয়েছে। এসময় স্বামী-স্ত্রী দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি হলেন- টেকনাফের সাবরাং ঝিনাপাড়া গ্রামের সেলিম উল্লাহ (২৫) ও তার স্ত্রী জুনাইদা আক্তার (২১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী রিচালক সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তধ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১১ টার দিকে টেকনাফ মডেল থানাধীন সাবরাং ঝিনাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে টেকনাফ থানা পুলিশের সহায়তায় সাবরাং ঝিনাপাড়া গ্রামের সেলিম উল্লাহ ও জুনাইদা আক্তারকে আটক করা হয়। অভিযান চলাকালীন সময়ে পালিয়ে যায় ওই একই এলাকার সামছুল আলম (৫০), জসীম উদ্দিন (২৫), ওসমান গণি (৩৯) ও হাফেজ উল্লাহ (৩৫)।
তিনি আরও জানান, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে গ্রান্ড রয়েল হুইস্কি মদ ২২১ বোতল, গ্রান্ড মাস্টার হুইস্কি মদ ৪৫ বোতল, আন্দামান গোল্ড বিয়ার ১০২ ক্যান।

আটককৃত স্বামী-স্ত্রী ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: