কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত হলেন- টেকনাফ থানাধীন হোয়াইক্যং তুলাতলি আমতৈলা এলাকার সুলতান আহম্মদের ছেলে মো. বাবুল (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল শনিবার (১ মে) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলি বাজারে অভিযান পরিচালনা করে।

এসময় দিদার কুলিং নামীয় দোকানের সামনে হতে মাদক ব্যবসায়ী মোঃ বাবুলকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার ইয়াবাসহ আটক বাবুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম বাদী হয়ে আটককৃত ব্যক্তি মো. বাবুলকে আসামি করে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।

পাঠকের মতামত: