কক্সবাজার, রোববার, ৫ মে ২০২৪

তুমব্রু সীমান্তের বিপরীত কাঁটাতারের বেড়া সংস্কার করছে মিয়ানমার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তের বিপরীতে মিয়ানমার বিজিপি তাদের অংশে কাঁটাতারের বেড়া পূণঃসংস্কারের কাজ করছে পুরোদমে। বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় মিয়ানমারে কাঁটাতারের বেড়া সংস্কারের এমন দৃশ্য প্রত্যক্ষ করেছে সীমান্তে স্থানীয় বাসিন্দাদের অনেকেই।

 

তারা জানান, কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির এর অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মিয়ানমার ২ বিজিপির তুমব্রু রাইট ক্যাম্পের অধীনস্থ মাইক পোস্টের উত্তর-পশ্চিম দিকে এবং মেইন পিলার ৩৪/৩৫ মধ্যবর্তী জিরো লাইন এলাকায় এ কাজ করতে দেখেছে তারা। কাঁটাতারের বেড়াগুলো ২ বিজিপি কর্তৃক সিভিল লোকজনের মাধ্যমে পূর্বের চেয়ে অধিক মজবুত করে তিন স্থর বিশিষ্ট কাঁটাতার সংযোগ করে পূণঃসংস্কারের কাজ করছে। বর্তমানে মিয়ানমার বিজিপির মাইক পোস্ট হতে বিজিপি চাকমাপাড়া পোস্টের দিকে কাজ চলমান রয়েছে।
ঘুমধুমের তুমব্রু এলাকার ব্যাবসায়ী মোঃ সরোয়ার জানান, সীমান্তের ৩৪/৩৫ এলাকার মিয়ানমারের কাটাঁতারের সীমানা প্রাচীন পুণরায় সংস্কারের দৃশ্য তিনিও দেখেছেন। যা তারা বিগত দিনেও করেছেন।
এ বিষয়ে সীমান্তের এ পয়েন্টে দায়িত্বরত ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল সাইফুল ইসলাম বলেন, মূলত এ সংস্কার কাজ শুরু হয় বেশ ক’দিন আগে থেকেই। কেননা বিগত ক’মাস আগে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক বৈঠকে তিনি মিয়ানমার প্রতিনিধিকে তাদের অংশের কাঁটাতার নিয়ে প্রস্তাব দিয়েছিলেন যে, চোরাচালান রোধ, সন্ত্রাসী ও রোহিঙ্গাদের পারাপারসহ সীমান্ত সুরক্ষার জন্যে এ কাঁটাতার খুবই গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষিতে তারা (মিয়ানমার কর্তৃপক্ষ) হয়তো গত কয়েক সপ্তাহ থেকে এ সংস্কার কাজ আরম্ভ করে এখনও চলমান রেখেছে।

পাঠকের মতামত: