কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

পঙ্গপাল মোকাবিলায় মাঠে নামছে সেনাবাহিনী

বিগত কয়েক দশকের মধ্যে ইরানে সবচেয়ে ভয়াবহ পঙ্গপালের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যার ফলে ৭০০ কোটি ডলারের বেশি মূল্যের ফসল নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে দেশটি। তাই পঙ্গপাল মোকাবিলায় সেনাবাহিনীকে কাজে লাগাতে পারে ইরান।

ইরানের কৃষি মন্ত্রণালয়ের ফসল রক্ষা সংস্থার মুখপাত্র মোহাম্মদ রেজা মির জানান, ইরানের ৩১টি প্রদেশে ২ লাখ হেক্টর কৃষি জমিতে মরু পঙ্গপালের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

আক্রান্ত এলাকা পাকিস্তান থেকে ইরাক সীমান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী পঙ্গপাল মোকাবিলায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। যেসব প্রত্যন্ত এলাকায় যান চলাচল কঠিন সেই এলাকাগুলোতে সামরিক যান ব্যবহার করা হতে পারে।

পাঠকের মতামত: