কক্সবাজার, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

পেকুয়ায় ছাত্রীকে ইভটিজিং, শিক্ষকের কারাদণ্ড

 

কক্সবাজারের পেকুয়ায় ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মাদরাসা শিক্ষককে এক বছর কারাদন্ড দেন আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এ সাজা দেয়া হয়।

এর আগে পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ইভটিজিং নিয়ে একটি ভিডিও ভাইরাল হলে অভিযুক্ত শিক্ষক আমির হোসেনকে (২৮) টইটং জামিয়াতুল আল আফকার ইসলামীয়া নুরারী মাদরাসা থেকে আটক করে পেকুয়া থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, আমির হোসেনের বাড়ি টেকনাফ উপজেলায়। গত পনের মাস আগে টইটং জামিয়াতুল আল আফকার নুরানী মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। সে মাদরাসার একাধিক শিক্ষার্থীকে অশালীন আচরন করে মুঠোফোনে ভিডিও ধারন করে। পরে ব্ল্যাক মেইলিং করে তাদের সাথে খারাপ আচরণ করতো। ভিডিও ভাইরাল হওয়ার পর তা সবার নজরে আসে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মো.ফরহাদ আলী জানায়, আমির হোসেন নুরারী মাদরাসার শিক্ষক। ওই মাদরাসার এক শিক্ষার্থীকে সে প্রায় সময় উত্যক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যাচাই বাচাই করে ইউএনও মহোদয় তাকে ১বছরের কারাদন্ড প্রদান করেন।

পাঠকের মতামত: