কক্সবাজার, শনিবার, ১১ মে ২০২৪

প্রিপেইড সেবা চালু করল বিটিসিএল

গ্রাহকদের জন্য উচ্চ গতির ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা নিশ্চিত করতে প্রিপেইড সেবা চালু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

রবিবার (১৭ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বিটিসিএলের ইস্কাটন কার্যালয়ে এ সেবার উদ্বোধন করেন।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন জানান, এ প্রিপেইড সেবার মধ্যে রয়েছে টেলিফোন ও ইন্টারনেট বান্ডেল প্যাকেজ। গ্রাহকরা ১৫০ টাকা রিচার্জ করে ৩০ দিন মেয়াদে টেলিফোন প্যাকেজ ব্যবহার করতে পারবেন।

ইন্টারনেট সেবার জন্য ৫ এমবিবিএস থেকে ১০০ এমবিবিএস পর্যন্ত ১১টি প্যাকেজ মিলবে ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৪২০০ টাকায়।

তিনি আরও বলেন, যদি কোনো গ্রাহক টেলিফোন সুবিধাসহ প্যাকেজটি নিতে চান, তাকে প্রতিটি প্যাকেজের জন্য অতিরিক্ত ১০০ টাকা দিতে হবে। প্যাকেজের মেয়াদ থাকবে ৩০ দিন। এছাড়া গ্রাহকরা ১০০ টাকায় ৩০ দিনের জন্য বিটিসিএল থেকে আনলিমিটেড টকটাইম সুবিধা পাবেন। অন্যান্য অপারেটরের জন্য প্রতি মিনিটে ৪৮ পয়সা কলরেট খরচ হবে।

বিটিসিএলেরর গ্রাহকগণ মাই বিটিসিএল পোর্টালের (http://mybtcl.btcl.gov.bd) মাধ্যমে প্রিপেইড সার্ভিসের প্যাকেজ বাছাই করে এই সার্ভিসের জন্য আবেদন করতে পারবেন। গ্রাহকরা নগদ, বিকাশ এবং ব্যাংক কার্ডের মাধ্যমে তাদের প্যাকেজ রিচার্জ করতে পারবেন।

পাঠকের মতামত: