কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মহেশপুরে ভারতে প্রবেশকালে পাঁচ রোহিঙ্গা আটক

মহেশপুর যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

বুধবার ভোরে বিজিবি সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির অধিনস্ত যাদবপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার মান্দারতলা বাজার হতে পাঁচ রোহিঙ্গা ও এক দালালকে আটক করে।

আটককৃতরা হলো- ফারুক মিয়ার স্ত্রী কুলছুমা বেগম(১৮), ইউনুস মিয়ার ছেলে ফারুক মিয়া(২০), আলম মিয়ার ছেলে হুবায়েত মিয়া(১৯), সাবের আহম্মদের ছেলে নুরু মিয়া (১৯), সেলিম মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান (২৫) এবং পারাপারে সহায়তাকারী দালাল উপজেলার জলিলপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৩২)।

৫৮ বিজিবির উপঅধিনায়ক মেহেদী হাসান জানান, আটককৃত রোহিঙ্গারা কক্সবাজার উখিয়া-৪ নং ক্যাম্প থেকে পালিয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে বিজিবির হাতে আটক হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃত রোহিঙ্গাদের ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: