কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পে প্রথম ফেইজের বিদ্যুৎ উৎপাদন শীঘ্রই- প্রতিমন্ত্রী নসরুল হামিদ

 

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মাতারবাড়িতে নির্মিত ১২০০ মেগাওয়াট আলট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করে বলেছেন, “মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্প থেকে প্রথম ফেইজের বিদ্যুৎ উৎপাদন করা হবে শীঘ্রই।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় হেলিকপ্টার যোগে প্রতিমন্ত্রী নসরুল হামিদ মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের হেলিপ্যাডে এসে পৌঁছান।

পরে প্রকল্পের টাউনশীপ ভবনের সেমিনার কক্ষে কাজের অগ্রগতি নিয়ে প্রকল্প সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মতবিনিময় শেষে প্রকল্পের বিভিন্ন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ” মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে, কোভিডের সময় বিরতিহীন কাজ চলমান থাকায় ইতিমধ্যে ৭৫% কাজ শেষ হয়েছে। চলতি বছরের শেষে মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ হবে। ২০২৪ সালের জানুয়ারিতে মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্প থেকে প্রথম ফেইজে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানান তিনি।

এ সময় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইয়াছিন, স্থানীয় চেয়ারম্যান আবু হায়দারসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন।

পরে প্রতিমন্ত্রী মহেশখালীর কালারমারছড়ায় নির্মাণাধীন এসপিএম প্রকল্পের ট্যাংক ফার্ম পরিদর্শন করেন। এসময় এসপিএম প্রকল্পে কাজের অগ্রগতি নিয়ে প্রকল্প পরিচালক শরীফ হাসনাতসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পাঠকের মতামত: