কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

মিয়ানমারের ৬ নাগরিকসহ আটক ৯, লক্ষাধিক ইয়াবা জব্দ

গভীর সাগরে অভিযান চালিয়ে মিয়ানমারের ৬ নাগরিকসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকালে বঙ্গোপসাগরের কক্সবাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবার চালান জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, টেকনাফ ২৬ নং নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাফর আমানের ছেলে আলী উল্লা (৫০), টেকনাফ দক্ষিণ জালিয়াপাড়ার ওসমান গনির ছেলে জিয়াবুল হোসেন (২১), জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প সি-৪ এর ব্লক-সি মৃত ফজল আহমেদের ছেলে আবু তাহের (৪০), মোঃ শফিক ছেলে মোঃ ইউনুস (৩৫), নূরে আলমের ছেলে বদি আলম (২৩), আমিন হোসেনের ছেলে এনামুল হাছান (২০), হাফেজ আহম্মদের ছেলে নূর মোহাম্মদ (২২), মাহমুদ হোসেনের ছেলে মোঃ রফিক (২১), সৈয়দ আহম্মেদের ছেলে সাদেক (২২)৷

সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।

তিনি জানান, গভীর সাগরে গিয়ে অভিযান পরিচালনার মাধ্যমে মিয়ানমারের ৬ নাগরিকসহ ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত: