কক্সবাজার, শনিবার, ৪ মে ২০২৪

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে ১৩৮ বিক্ষোভকারী নিহত : জাতিসংঘ

মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থানের পর থেকে নারী-শিশুসহ এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৩৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার বিক্ষোভকারীদের ওপর সহিংস দমনপীড়ন চালানোর কঠোর নিন্দা জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, গতকালও (রবিবার) ৩৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ইয়াঙ্গুনের হ্লায়িং থায়ের এলাকার বাসিন্দা। আর শনিবার নিহত হয়েছেন ১৮ জন।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক শাসন জারি করা হয়। এর পরপরই দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ শীর্ষ পর্যায়ের রাজনীতিকদের বন্দী করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা হয়েছে একাধিক অভিযোগ।

প্রতিবাদে দুই দিন পর থেকে নাগরিক অসহযোগ আন্দোলন শুরু করেন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ।
এখনো চলছে সেই বিক্ষোভ।

পাঠকের মতামত: