কক্সবাজার, রোববার, ৫ মে ২০২৪

রংতুলিতে আঁকা মেসির প্রতিকৃতি উন্মোচন হলো সমুদ্র সৈকতে।

শাহেদ হোছাইন মুবিন :

সমুদ্রে তীরে লিওনেল মেসি। আর মেসিকে দেখতে বালুকাবেলায় ভীড় করছে সমর্থকেরা। অবাক হচ্ছেন তো। এটি মেসির শারিরীক উপস্থিতি নয়, মেসিকে নিয়ে বিশাল শিল্পকর্মের আয়োজন।

চার বছর পর পর আসা ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের শহর থেকে গ্রামে আগ্রহ আর উন্মাদনার কমতি নেই। শিশু থেকে বৃদ্ধ, কেউই বাদ নেই এই উন্মাদনা থেকে।

সেই উন্মাদনার অংশ হিসেবেই যেনো সাগর তীরে শনিবার বিকেলে হাতে আঁকা হলো মেসির বিশাল প্রতিকৃতি।

রামু ক্যান্টনমেন্ট কলেজ এর চারুকলা বিভাগের সহকারি শিক্ষক তারিকুল ইসলাম করেছেন এই শিল্পকর্ম।

হতে পারে এটিই মেসির শেষ বিশ্বকাপ। তাই মেসির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেউ নান্দনিক এই প্রয়াস জানালেন তরিকুল ইসলাম।

এমন শিল্পকর্ম প্রশংসার দাবিদার বলছেন দর্শনার্থীরা।

৭৪৮ বর্গফুটের প্রতিকৃতিটি আঁকতে শিল্পী সময় নিয়েছেন মাত্র একদিন। এতে সহযোগী হিসেবে ছিলো হাসিঘর নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।

পাঠকের মতামত: