কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা প্রত্যাবাসনকে নিরুৎসাহিত করছে মিয়ানমার: পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনকে নিরুৎসাহিত করার কৌশল নিয়েছে মিয়ানমার সরকার। এ অবস্থায় রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরো বেশি সহযোগিতা চাওয়া হয়েছে।

সোমবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সেমিনারে এসব কথা জানান পররাষ্ট্র সচিব।

এ সময় রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশ সরকারের নেয়া উদ্যোগগুলো তুলে ধরে মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ যখন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে প্রত্যাবাসন নিশ্চিত করার চেষ্টা করছে ঠিক সেই সময় মিয়ানমারের রাখাইনে অভিযান চালিয়ে শরণার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও চান তিনি।

অনলাইন সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, রোহিঙ্গা সমস্যায় যুক্তরাষ্ট্র সব সময়ই বাংলাদেশের পাশে রয়েছে। করোনা সংকটেও রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে সুরক্ষা সামগ্রি বিতরণের কথা তুলে ধরেন তিনি।

পাঠকের মতামত: