কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা শিবির থেকে অপহৃত আরও ২ মাঝিকে উদ্ধার

আব্দুস সালাম, টেকনাফ::

রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে অপহৃত আরও ২ জন রোহিঙ্গা মাঝিকে উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে বালুখালী এলাকা থেকে ১৬, আমর্ড পলিশ পুলিশ ব্যাটালিন (এপিবিএন) তাদের উদ্ধার করে। এ নিয়ে অপহৃত ৫ রোহিঙ্গা মাঝির সবাইকে উদ্ধার করা হলো। পুলিশি তৎপরতায় অপহরণকারীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয় বলে এপিবিএন পুলিশ জানিয়েছে।

শুক্রবার রাতে উদ্ধারকৃতরা হলেন, টেকনাফের ২২ নং ক্যাম্পের ব্লক: বি-২, ঘর নম্বর- ১৮১৬ এর বাসিন্দা নাজির হোসেনের ছেলে হেড মাঝি মো: রফিক (৪২) ও একই ক্যাম্পের ব্লক: সি এর বাসিন্দা হেড মাঝি আমান উল্লাহ (৪৫)।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়াস্থ ১৪ নম্বর ক্যাম্পের হাকিম পাড়ার ব্লক এ-৪ থেকে আরও ৩ জন রোহিঙ্গা মাঝিকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, বুধাবার দুপুরের দিকে ৫ জন রোহিঙ্গা মাঝিকে অজ্ঞাত সন্ত্রাসীরা টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর শরণার্থী ক্যাম্প থেকে অপহরণ করে নিয়ে যায়।

পাঠকের মতামত: