কক্সবাজার, মঙ্গলবার, ৭ মে ২০২৪

শাহবাজ শরিফকে অভিনন্দন জানালেন যুক্তরাষ্ট্র

পাকিস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন দেশটির পক্ষে এই অভিনন্দন জানান।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৩ এপ্রিল) রাতে এক বিবৃতিতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন এবং আমরা পাকিস্তান সরকারের সাথে আমাদের সহযোগিতা দীর্ঘস্থায়ী রাখার জন্য উন্মুখ।’

তিনি আরও বলেন, ‘ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। নতুন সরকার এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের যৌথ লক্ষ্যগুলো প্রচারে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক ধরে রাখতে চায়।’

এর আগে অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।

পাঠকের মতামত: