কক্সবাজার, শুক্রবার, ৩ মে ২০২৪

সরকারিভাবে কেনা হচ্ছে সাড়ে ১০ লাখ টন চাল-গম

সরকারিভাবে বিভিন্ন দেশ থেকে ১০ লাখ ৩০ হাজার টন চাল ও গম কেনা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পর সরকার খোলাবাজারে (ওএমএস) ন্যায্যমূল্যে চাল-আটাসহ নিত্যপণ্য বিক্রি করছে। সেই বাজার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস বিক্রি কার্যক্রম চলবে বলে জানালেন সাধন চন্দ্র মজুমদার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চালের দাম নিয়ন্ত্রণে আমরা মনিটরিং করছি। জরিমানা থেকে শুরু করে ইতোমধ্যে মামলাও হয়েছে। অনেককে হাইকোর্ট থেকে জামিনও নিতে হয়েছে। আমরা একেবারেই যে মনিটরিং করি না, তা নয়। আমরা প্রচুর মনিটরিং করছি।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা যদি মিলগেট, পাইকারি এবং খুচরা বাজার এই তিন জায়গায় যান, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। খুচরা মার্কেটে গেলে দেখবেন যে, একদম ছাদ পর্যন্ত ঠেকিয়ে চাল মজুত করা আছে। জিজ্ঞেস করলে বলে, মিলের সিন্ডিকেট। মধ্যস্থের কথা কেউ বলে না।’

‘আপনারা বাবুবাজারে কেউ যান না, পাইকারি বাজারে যান না। আপনাদের আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, এই তিনটি জায়গায় গিয়ে আপনারা শুধু ধরিয়ে দিন। পরে আমরা অ্যাকশন নিতে পারি কি না পারি, সেটা দেখেন’ বলেও জানান মন্ত্রী।

চালের দাম নির্ধারণ করে দেওয়া হবে। বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘ট্যারিফ কমিশন আলাপ-আলোচনা করে যদি মনে করে আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করব।’

পাঠকের মতামত: