কক্সবাজার, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে কক্সবাজারে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহেদ হোছাইন মুবিন:

সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহীদ মিনারে শিক্ষার্থীরা এসময় বিভিন্ন দাবীতে স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা জানান, ২০২১-২০২২ সেশনে হঠাৎ করে ক্যারি অন পদ্ধতি বাতিল করে সিজিপিএ পদ্ধতি চালু করা হয়েছে। সিজিপিএ চালু থাকলে মেডিকেল শিক্ষার্থীদের ফলাফল বিভিন্ন ভাগে ভাগ করা হবে, যার ফলে শিক্ষার্থীদের মাঝে একটা বৈষম্য সৃষ্টি হবে বলে মনে করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থী এছাড়াও রেজাল্ট ভালো করার জন্য একটি অসুস্থ প্রতিযোগীতায় লিপ্ত হয়ে শিক্ষার্থীরা মেডিকেলের বাস্তব শিক্ষা থেকে দূরে সরে যাবে বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থী এই দাবি মেনে না নিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

 

পাঠকের মতামত: