কক্সবাজার, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

সিনহা হত্যা মামলার চার্জসীটকে অবৈধ বললেন আসামী পক্ষের আইনজীবি!

শাহেদ মিজান::

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনকে (চার্জসীট) অবৈধ বললেন প্রধান আসামী পরিদর্শক লিয়াকত আলীর পক্ষের রিভিশন মামলার আইনজীবি মাহমুদ সালাহ উদ্দীন। রোববার সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলাম চূড়ান্ত প্রতিবেদন (চার্জসীট) দাখিল করার পর সাংবাদিকদের কাছে এই দাবি করেন সুপ্রীম কোর্টের আইনজীবি মাহমুদ সালাহ উদ্দীন।

তিনি দাবি করেন, সিনহা হত্যা মামলা আইন সঙ্গত হয়নি। সে কারণে মামলাটি বাতিল চেয়ে আমরা রিভিশন আবেদন করেছি। রিভিশন আবদনের চূড়ান্ত শুনানীর সময় রয়েছে আজ রোববার দুপুর ১২টায়। কিন্তু এর আগেই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলো। মামলা যেহেতু অবৈধ, চূড়ান্ত প্রতিবেদনও অবৈধ।

তিনি বলেন, রিভিশন শুনানীতে আমরা মামলা বাতিলের আবেদন করবো। মামলা বাতিল হলে চূড়ান্ত প্রতিবেদনও বাতিল হয়ে যাবে। একই সাথে এই মামলার আসামীদের রিমান্ড ও ১৬৪ ধারা জবাবন্দিরও চ্যালেঞ্জ করবো।

পাঠকের মতামত: