কক্সবাজার, রোববার, ৫ মে ২০২৪

সুদীর্ঘ লড়াইয়ের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দীর্ঘদিনের বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম।

ভোটের পর ৫ দিন ধরে চলা অচলাবস্থার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার আনোয়ারকে নিয়োগ দেন রাজা আবদুল্লাহ।

স্থানীয় সময় বিকেল ৫টায় শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান হিসেবে আনোয়ার ইব্রাহিমের এ নিয়োগের মধ্য দিয়ে তার তিন দশকের রাজনৈতিক ক্যারিয়ার পূর্ণতা পেল।

এর আগে মালয়েশিয়ার সবচেয়ে বেশি মেয়াদে থাকা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের অনুসারী, সরকারবিরোধী বিক্ষোভের নেতা, পায়ুকামে দোষী হয়ে কারাবন্দি, বিরোধীদলীয় নেতার মতো বিভিন্ন ভূমিকা ও পরিস্থিতিতে দেখা গেছে তাকে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মালয়েশিয়ায় রাজনৈতিক অচলাবস্থার অবসানে উত্থান দেখা যায় পুঁজিবাজার ও মুদ্রাবাজারে। দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে রিংগিত।

গত শনিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আনোয়ার ইব্রাহিম ও সদ্যঃসাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন জোটের কেউই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নজিরবিহীন ঝুলন্ত পার্লামেন্ট দেখেন মালয়েশিয়ার নাগরিকরা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিভিন্ন সময়ে কাছাকাছি অবস্থানে থেকেও প্রধানমন্ত্রী হতে পারেননি ৭৫ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম। নব্বইয়ের দশকে তিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন। ২০১৮ সালে হবু প্রধানমন্ত্রী হয়েও শেষ পর্যন্ত চেয়ারে বসতে পারেননি।

পায়ুকাম ও দুর্নীতির মামলায় প্রায় এক দশক কারাবন্দি ছিলেন আনোয়ার। দুটি অভিযোগকেই অস্বীকার করে এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছেন তিনি।

পাঠকের মতামত: