কক্সবাজার, রোববার, ২৮ এপ্রিল ২০২৪

সেন্টমার্টিনে ১০ রিসোর্টের অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অবৈধভাবে নির্মাণ করা ১০টি রিসোর্টের স্থাপনা উচ্ছেদ করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে প্রবাল তোলার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) সকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম বিচে অভিযান চালিয়ে এ জরিমানা করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সেন্টমার্টিনে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কয়েকজন ঢাকার ব্যবসায়ী গোপনে রিসোর্ট নির্মাণ করছিলেন- এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ১০টিরও অধিক নির্মাণাধীন পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি সৈকত থেকে প্রবাল উত্তোলনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সরকারের বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: