কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

নাইক্ষ্যংছড়িতে মুজিববর্ষে ঘর পেল ২৫ গৃহহীন পরিবার

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি::
সারা দেশের ন্যায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়িা উপজেলার ২৫ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক জমি ও গৃহ প্রদান করা হয়েছে। এক যোগে  নাইক্ষ্যংছড়িতেও  ভিডিও কনফান্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এর শুভ উদ্বোধন করেন। ২৩-জানুযারি শনিবর সকালে উপজেলা টিড়িসি হলে উপজেলা প্রশাসনের আয়োজনে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি”র,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মোঃ শফিউল্লাহ, রাজনেতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তি যোদ্ধা, উপজেলা প্রশাসনের অধিনে সকল দপ্তরের, কর্মকর্তা কর্মচারি বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রধানমন্ত্রীর জমি ও গৃহ পাওয়া গরীব অসহায় পরিবারের সদস্যরা।
অনুষ্ঠান শেষে ২৫ ভূমি ও গৃহহীনদের হাতে সনদ বিতরণ করেন উপস্থিত অতিথিরা।

পাঠকের মতামত: