কক্সবাজার, শুক্রবার, ৩ মে ২০২৪

উখিয়ায় চারদিনে করোনা টিকা নিল ৮২৮জন

বিশেষ প্রতিবেদক::

কোভিড-১৯ টিকা নিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলা করোনা সংক্রামন প্রতিরোধ কমিটির সভাপতি এবং (ইউএনও) নিজাম উদ্দিন আহমদ।
উপজেলায় গত চার দিনে ৮২৮ জন টিকা গ্রহণ করেছেন ।

আজ বুধবার সকাল ১০টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার টিকা’র প্রথম ডোজ গ্রহণ করেন।
সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রঞ্জন বড়ুয়া রাজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে উখিয়া উপজেলার জন্য প্রথম ধাপে আড়াই হাজার টিকা পাওয়া গেছে। এরমধ্যে আজ বুধবার ৪৪৮ জনসহ গত চারদিনে উখিয়া উপজেলায় ৮২৮ জন টিকা গ্রহণ করেছেন।

চিকিৎসক রঞ্জন বড়ুয়া রাজন বলেন, গত নভেম্বর মাসে প্রথম সপ্তাহে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। আজ সকালের উপজেলা মেডিকেল কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রন) চিকিৎসক এহেচান উল্লাহ সিকদারসহ টিকা দলের নিয়োজিত সিনিয়র স্টাফ নার্স, স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

টিকা গ্রহণের পর ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে টিকা গ্রহণ করা খুবই জরুরী। টিকায় কোনো ধরনের সমস্যা হয়নি। সরকার প্রতিটি নাগরিকের জন্য টিকার ব্যবস্থা করছেন স্বতঃস্ফূর্তভাবে সকলের টিকা নেওয়া খুবই জরুরী । উখিয়ায় গত চারদিনে টিকা নেওয়া কোনো নাগরিকের পার্শ্বপ্রতিক্রিয়া খবর পাওয়া যায়নি।

পাঠকের মতামত: