উখিয়ার কোর্টবাজারে অভিযান চালিয়ে ২০ হাজার পিছ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
আটককৃত হলেন রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা করইবনিয়া এলাকার মৃত সাব্বির আহমদের পুত্র মোঃ ইব্রাহিম (২৬)।
বুধবার ( ১৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টা ১৫ মিনিটের দিকে কোট বাজার অরিজিন হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার র্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ ‘র সদস্যরা জানতে পারে এক মাদক কারবারী কোট বাজার অরিজিনিন হাসপাতালের সামনে ইয়াবা ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল উপরোক্ত স্থানে পৌছালে মাদককারবারী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একটি শপিং ব্যাগসহ আটক করেন। পরে উপস্থিতি স্বাক্ষীদের সম্মুখে ব্যাগ তল্লাশী করলে মরণনেশা মাদক ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে মায়ানমারের সীমান্ত এলাকা থেকে মরণনেশা ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে যাচ্ছে।
আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়।
পাঠকের মতামত: