কক্সবাজার, শনিবার, ৪ মে ২০২৪

রোহিঙ্গাদের দেখভালে ভাসানচরে অর্থায়ন করবে জাতিসংঘ

 

রোহিঙ্গাদের দেখভাল করার জন্য ভাসানচরে অর্থায়ন করবে বলে জানিয়েছে জাতিসংঘ। চলতি বছর ৯টি খাতে বরাদ্দ দিয়েছে ৯৯.৭ মিলিয়ন ডলার। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখেরও বেশি। বিশাল এই জনগোষ্ঠিসহ রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্থ চার লাখ স্থানীয় বাসিন্দার জন্য খসড়া বাজেট প্রস্তুত করেছে জাতিসংঘ। যার আকার ৮৮ কোটিরও কিছু বেশি। এবার সবচেয়ে বেশি খাদ্য নিরাপত্তায় বরাদ্দ প্রায় ২১ কোটি ডলার। আর স্বাস্থ্যে রাখা হয়েছে ১১ কোটির কিছু বেশি। আশ্রয়ের জন্য ৯ কোটি এবং পরিচ্ছন্নতা-স্যানিটেশনে থাকছে প্রায় নয় কোটি ডলার।

২০২২ সালে জাতিসংঘের জয়েন্ট রেসপন্স প্ল্যান জেআরপির অর্থায়ন যোগ হয়েছে ভাসানচরে। খসড়ায় ৯টি খাতে প্রায় ১০ কোটি ডলারের চাহিদার কথা জানানো হয়েছে। ভাসানচর রোহিঙ্গাদের দেখভালে নির্দিষ্ট চ্যালেঞ্জের পাশাপাশি সম্ভাবনারও কথা বলা হয়েছে।

পাঠকের মতামত: