কক্সবাজার, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা নেতা আবুল কালাম হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা আবুল কালাম হত্যার ঘটনায় শামসু আলম (৪৬) ও আব্দুল কাদের (২৬) নামে দু’জনকে রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ওই হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ক্যাম্প-২ ওয়েস্ট এ-১১ ব্লকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেপ্তার শামসু আলম ক্যাম্প-২ ওয়েস্ট এ-১১ ব্লকের মৃত এজাহার মিয়ার ছেলে এবং আব্দুল কাদের ক্যাম্প-২ ইস্টের ডি-১ ব্লকের মৃত মো. হোসেনের ছেলে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক। পূর্বকোণকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা রোহিঙ্গা সাব মাঝি আবুল কালাম হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

তিনি আরও বলেন, সাবমাঝি আবুল কালাম হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে তারা জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা যায়। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: