কক্সবাজার, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সারাধরণ মানুষ সরাতে আরও কয়েকটি শহরে রাশিয়ার যুদ্ধবিরতি

ইউক্রেনে আরও কয়েকটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। সারাধরণ মানুষকে সরিয়ে নিতে এই বিরতি দেয়া হয়।

মঙ্গলবার মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইউক্রেনের কিয়েভ, খারকিভ, চেরনিহিভ, সুমি ও মারিওপোলে যুদ্ধবিরতি কার্যকর হবে। খবর আনাদোলুর।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। আন্তর্জাতিক চাপের মুখে সাধারণ মানুষকে সরিয়ে নিতে এ যুদ্ধবিরতিতে সম্মত হয় রাশিয়া।

জাতিসংঘের হিসেব মতে, যুদ্ধ শুরুর পর থেকে সোমবার পর্যন্ত ৪০৬ জন বেসামরিক লোক নিহত এবং ৮০১ জন আহত হয়েছেন।

এরই মধ্যে ১৭ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিহত নিয়েছেন।

পাঠকের মতামত: