বিশেষ প্রতিনিধি::
কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ১ লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব -১৫।
মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবক, থাইংখালীর উত্তর রহমতের বিল এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মোঃ এহেছানুল করিম।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল বালুখালী উখিয়ারঘাট এলাকার মায়ানমার মৈত্রী সড়ক এলাকা থেকে ইয়াবাসহ যুবককে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত যুবকের হেফাজতে থাকা কাঁধব্যাগ হতে মোট এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
পাঠকের মতামত: