কক্সবাজার, রোববার, ২৮ এপ্রিল ২০২৪

সড়ক দুর্ঘটনায় টেকনাফে দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজার টেকনাফ হাইওয়ে সড়কে কাভার্ডভ্যান গাড়ির ধাক্কায় ইজিবাইকে (টমটম) থাকা ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

নিহতরা হলেন- উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গফুরের ছেলে আমির হামজা (৫০) ও একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম (১০)।

সোমবার সকাল ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়ক হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।

পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, কক্সবাজার দিক থেকে আসা ঢাকা মেট্রো-ন ১৭-৭৭৫০ নম্বরের কাভার্ডভ্যানের ধাক্কায় উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্প দিক থেকে আসা একটি ইজিবাইক টমটম গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়।

তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত: