কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবির থেকে মিয়ানমারের নিষিদ্ধ সংগঠন আরসা বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তারের খবর জানিয়েছে এপিবিএন।

শুক্রবার (৭ জুলাই) গভীররাতে উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান।

গ্রেপ্তার নূর মোহাম্মদ (৪৮) ওই ক্যাম্পের লাল মোহাম্মদের ছেলে।

এপিবিএন বলছে, নূর মোহাম্মদ আরসার ‘ফতোয়া কমিটির চেয়ারম্যান’। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় এ কমিটির শীর্ষ নেতা হিসেবে তিনি নেতৃত্ব দিয়ে আসছিলেন; তার নেতৃত্বে ক্যাম্পে নানা অপরাধ সংঘটিত হয়েছে।

পুলিশ সুপার নাইমুল বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সলিম নামের এক ব্যক্তির দোকানে অপরাধ সংঘঠনের জন্য কয়েকজন ব্যক্তির অবস্থানের খবরে সেখানে অভিযান চালায় এপিবিএন। এ সময় নূর মোহাম্মদ পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করে।

পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয় বলে জানান এপিবিএন এর অধিনায়ক।

পাঠকের মতামত: