কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

কক্সবাজারে এসএসসির দ্বিতীয় দিনে বহিষ্কার-১, অনুপস্থিত ৩৭৯

 শাহেদ হোছাইন মুবিন :

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার বাংলা ২য় পত্র পরীক্ষা শেষ হয়েছে। দ্বিতীয় দিনেই কক্সবাজারে ১ মাদ্রাসা শিক্ষার্থী বহিস্কার হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাকে বহিস্কার করা হয়। অনুপস্থিত ছিলো ৩৭৯ জন শিক্ষার্থী। যার মধ্যে এসএসসিতে ২৬৬ জন, দাখিলে ৯৬ জন ও কারিগরিতে ১৭ জন।

শনিবার ( ১৭ সেপ্টেম্বর ২০২২) বিকেলে এক বিজ্ঞপ্তিতে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) বিভীষণ কান্তি দাশ এসব তথ্য জানান ।

এদিকে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হওয়ায় ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রটি শুক্রবার রাতে জরুরি নির্দেশনা দিয়ে ঘুমধুম থেকে উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্থানান্তর করে বান্দরবান জেলা প্রশাসন। এতে বাংলা ২য় পত্র বিষয়ে এসএসসি পরীক্ষায় ৪১৬ পরিক্ষার্থী অংশ নেন।

সিলেটে বন্যার কারণে পিছিয়ে যাওয়া
এবারের পরীক্ষা গুলো অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। জেলায় এবারে ৪৯ কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষায় ৩১ হাজার ৭৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

পাঠকের মতামত: