কক্সবাজার, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

রামুতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

কক্সবাজারের রামেুতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে রামু’র উত্তর মিঠাছড়ি এলাকায় সি.এন.জি এবং পিকাপের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

 

জানা গেছে, রামুতে সারমিত্র ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্টানে যোগ দিতে উখিয়া থেকে সি.এন.জিযোগে রামুতে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।

 

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সি.এন.জি থাকা ৫ যাত্রীকে প্রথমে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালে নেওয়ার পর যাত্রীদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়। আহতদের মধ্যে আরও দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে যাত্রীদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পাঠকের মতামত: