কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

উখিয়ার কোর্টবাজারে যাত্রা শুরু করেছে”ডেইলি বাজার” সুপার শপ

উখিয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক শহর কোর্টবাজারের প্রাণ কেন্দ্রে প্রধান সড়কের পাশে নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহার, সহজলভ্যতা ও মান নিশ্চিতের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে ডেইলি বাজার ওয়ান স্টার সুপার শপ।

বুধবার (৮ মার্চ) সকাল ১১ টায় খতমে কোরআন ও দোয়ার মধ্য দিয়ে কোর্টবাজার কাঁচা বাজারের পশ্চিম পাশে আমিন মার্কেটের নিচতলায় সুপার শপটির যাত্রা শুরু হয়।

দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। এসময় উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ,কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি খোরশেদ বাবুল,সাবেক সভাপতি আবু ছিদ্দিক,সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রত্নাপালং ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নেজাম উদ্দিন দুলাল,৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম কায়সার সহ অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধন পরবর্তী চেয়ারম্যান নুরুল হুদা বলেন”কোর্টবাজার ব্যস্ততম স্টেশন হিসেবে এখানে চার ইউনিয়নের স্থানীয় মানুষের পাশাপাশি বিভিন্ন সংস্থায় কর্মরতদেন আনাগোনা রয়েছে। সেদিক দিয়ে ডেইলি বাজারে ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সমাহার রয়েছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে সকলে ডেইলি বাজারে আসবেন এবং এ সুপার শপের জন্য শুভ কামনা করছি।”

ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ক্রেতারা বলেন,”আমরা অত্যন্ত আনন্দিত। কোর্টবাজার স্টেশনে সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের সমাহার নিয়ে ডেইলি বাজার যাত্রা শুরু করেছে। ক্রেতাদের নাগালের মধ্যে থেকে পণ্যের গুণগত মান বজায় থাকবে সে প্রত্যাশা।”

সুপার শপের স্বত্বাধিকারী মোহাম্মদ হোসেন বলেন,” কোর্টবাজার আমিন মার্কেট নিচ তলায় ডেইলি বাজারের সব পণ্যের উপর সর্বোচ্চ ডিসকাউন্ট রয়েছে। ক্রেতা সন্তুষ্টিই আমাদের প্রধান লক্ষ্য। সবাইকে ডেইলি বাজারে স্বাগতম জানাচ্ছি।” মানুষের চাহিদা পুরণে এরকম সুপার শপের বিকল্প নেই বলে জানান তিনি।

পাঠকের মতামত: