কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কক্সবাজারে বিপুল কাঠ জব্দ

রামু এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে বনকর্মীরা। কক্সবাজার উত্তর বন বিভাগ ও বাঁকখালী রেঞ্জের যৌথ প্রচেষ্টায় রামু উপজেলা সদরের নিকটবর্তী স্থানে আজ শুক্রবার ভোররাত থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জানা গেছে, বনবিভাগের বিশেষ টহলদল ৩৬টি অবৈধ গর্জন, ও তেলসুর লম্বা তক্তা অন্যত্র সরবরাহকালীন জব্দ করে। সেই সঙ্গে ২টি স’মিলে অভিযান চালিয়ে আনুমান এক হাজার আর এফ সেগুন বল্লী, ৫০.০ ঘনফুট গোলকাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের মূল্য দুই লক্ষ টাকা বলে জানিয়েছে বনকর্মীরা।

বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী জানান, কাঠ চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কাঠ চোরাকারবারিদের প্রতিরোধ করতে সকলের সহযোগিতা কামনা করছি।

পাঠকের মতামত: