কক্সবাজার, শনিবার, ৪ মে ২০২৪

দৈনিক সমুদ্রকন্ঠের ত্রাণ তহবিল থেকে ৫৩ হতদরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

জসীম উদ্দীন::

কক্সবাজারের প্রথম সারির ও বহুল প্রচারিত দৈনিক সমুদ্রকন্ঠের ত্রাণ তহবিল থেকে
হতদরিদ্র পরিবার গুলোকে দেয়া হয়েছে আর্থিক সহায়তা।
বুধবার ২২এপ্রিল সমুদ্রকন্ঠ পত্রিকা অফিসে বার্তা সম্পাদক আমিরুল ইসলাম মো: রাশেদের সার্বিক ব্যবস্থাপনায় ৫৩ পরিবারকে ৬০০ টাকা করে নগদ ৩১৮০০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দৈনিক সমুদ্রকন্ঠের প্রকাশ ও সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশ নিজেই হতদরিদ্র পরিবার গুলোকে এই আর্থিক সহায়তা তুলে দেন। সমুদ্রকন্ঠের সম্পাদক সহায়তা নিতে আসা অসহায় পরিবার গুলোর ছবি না তুলতে নির্দেশ দেন।

আর্থিক সহযোগীতা পাওয়া পরিবারের সদস্যরা তাদের ছবি না তোলার জন্য দৈনিক সমুদ্রকন্ঠ কে ধন্যবাদ জানান।তাদের অনেকেই জানান, বিভিন্ন সময় সহায়তার নামে তাদের সঙ্গে ফটোসেশন করে তামাশা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইবুকে ছবি পোস্ট করে সম্মান হানি করা হয়েছে।

দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশ বলেন, সমুদ্রকন্ঠের শুভকাংঙ্খীদের
সহযোগীতায় করোনা সংকটে পড়া হতদরিদ্র পরিবার গুলোকে এই সহায়তা দেয়ার জন্য  ্তহবিল গঠন করি।

সহায়তা প্রদানের ছবি না তোলার প্রসঙ্গে সম্পাদক বলেন, আমাদের মানুষের প্রতি মানুষকে সম্মান প্রদর্শনে অভ্যস্ত হতে হবে। এসময় তিনি, আর্থিক সহযোগীতা দিয়ে পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন,পত্রিকাটির সাহিত্য সম্পাদক চৌধুরী প্রদীপ গায়েন,স্টাফ রিপোর্টার মাজেদুল হক চৌধুরী, মো: রিদুয়ান ও মোহাম্মদ আলমগীর প্রমুখ।

পাঠকের মতামত: