কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

রামুতে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

বলরাম দাশ অনুপম::

কক্সবাজারের রামুর কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১ লাখ ৮০ হাজার ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় পাচারকারীদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

শুক্রবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মানস বড়ুয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

শনিবার দুপুরে এর সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া নিজেই। আটককৃতরা হলো- আব্দুর রশিদ(২৬), পিতা-আব্দুল মোতালেব সাং-আমতলী পাড়া, ৩নং ওয়ার্ড, আলীকদম ইউপি, থানা-আলীকদম, মাহমুদা বেগম(৪১), স্বামী-মৃত মোঃ ইসলাম সাং-জারুলিয়াছড়ি, ৪নং ওয়ার্ড, দোছড়ি ইউপি, থানা-নাইক্ক্যংছড়ি, এনামুল হাসান(২২) পিতা-মকতুল হোসেন, সাং- 1-W. F Block-15, লম্বাশিয়া, কুতুপালং, উখিয়া, কক্সবাজার।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া কক্সবাজার জার্নালকে জানান- পুলিশ সুপার স্যারের বিশেষ নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত: