কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

উখিয়ার কোট বাজারে আল-আরাফা ইসলামী ব্যাংকের ২০৯ তম শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়া উপজেলার কোট বাজারে আল-আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের ২০৯ তম শাখা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে৷

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন৷ এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ্ব আহমেদুল হক৷ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন৷ উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷

শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল মনছোস চৌধুরী, কোট বাজার দোকান মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুল এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাইফ মোহাম্মদ আনোয়ার৷ এআইবিএল চট্টগ্রাম জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রসিডেন্ট মোহাম্মদ আজমসহ অন্যানবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ বাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুল্লাহ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় বিভিন্ন শ্রেনী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে৷

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান বলেন, শুধু আর্থীক লাভের জন্য এব্যাংক প্রতিষ্ঠিত হয়নি৷ মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় ইসলামী ব্যাংক তিনি নুতুন শাখাসহ ব্যাংকের সকল শাখার শীরয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন৷

ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর রহমান চৌধুরী বলেন, ব্যাংকে কোনো প্রকার তারল্য সংকট নেই৷ আমানত-বিনিয়োগসহ সর্বক্ষেত্রে আমাদের ব্যাংল বর্তমানে সুদৃঢ় অবস্থানে রয়েছে৷ তিনি নির্ভয়ে সকলকে ব্যাংকিং করার আহ্বান জানান৷

পাঠকের মতামত: