কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গুলি

উখিয়া বার্তা ডটকম::

কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মো. হোসেন নামে এক রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। তিনি উখিয়ার পানবাজার ক্যাম্প- ৯ এর আই ১-ব্লকের হেড মাঝির দায়িত্বে আছেন। তার দায়িত্বে ১২টি ব্লক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ‘হঠাৎ একদল দুর্বৃত্ত রোহিঙ্গা ক্যাম্প-৯ এর আই-১ ব্লকে প্রবেশ করে হোসেন মাঝিকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দাতা সংস্থার হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।’

পানবাজার ক্যাম্পের বাসিন্দা ছলিম উল্লাহ দাবি করেন, ‘মুখোশধারী চার জন এসে হঠাৎ কোমর থেকে অস্ত্র বের করে চার রাউন্ড গুলি চালায়। এরপর পালিয়ে পায়। হামলাকারীরা আরসার বাহিনীর সদস্য হতে পারে। মাঝির শরীরে তিনটি গুলি লেগেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলির ঘটনায় ক্যাম্পে লোকজন ভয়ে আছেন।’

তিনি আরও বলেন, ‘মাঝির দায়িত্বে ১২টি ব্লক রয়েছে। সে সময় তিনি এসব ব্লকের প্রহরীরা টিকমতো দায়িত্ব পালন করছেন কি-না এর খোঁজ নিচ্ছিলেন। এমন সময় ঘটনাটি ঘটে। দিন দিন ক্যাম্পের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ফলে আমরা প্রাণে ভয়ে আছি।’

পাঠকের মতামত: