কক্সবাজার, মঙ্গলবার, ৭ মে ২০২৪

উখিয়ার গুচ্ছগ্রামে নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

বিশেষ প্রতিনিধি, উখিয়া::

উখিয়ার গুচ্ছগ্রামে নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। সরকারি অর্থায়নে স্টেডিয়াম বাস্তবায়নের লক্ষ্যে বরাদ্দকৃত খাস জমি পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল মালেক।

শনিবার(১২ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের গুচ্ছগ্রামে প্রত্যন্ত অঞ্চলে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জমি পরিদর্শন সহ বরাদ্দকৃত জায়গার চারপাশ ঘুরে ঘুরে দেখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব।

রাজাপালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন,” প্রত্যন্ত অঞ্চলে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতি ধন্যবাদ জানায়। এ স্টেডিয়াম বাস্তবায়ন হলে ক্রীড়া ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। যেখান থেকে সৃষ্টি হবে জাতীয় মানের খেলোয়াড়।”

উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি নিজাম উদ্দিন আহমেদ বলেন,”শেখ রাসেল মিনি স্টেডিয়াম সরকারি অর্থায়নে নির্মিত হচ্ছে। এটি বাস্তবায়ন হলে উখিয়ার ক্রীড়াক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে। উখিয়া থেকে বিশ্বকাপে মাঠ কাঁপাবে খেলোয়াড়েরা। রিপা’র মতো জাতীয় মানের ফুটবলার সৃষ্টি হবে। ক্রীড়াপ্রেমীদের খেলা উপভোগের জন্য দূরত্ব কমে সহজলভ্য হবে এ স্টেডিয়াম বাস্তবায়ন হলে।”

পরিদর্শনের সময় উপজেলা নিবার্হী অফিসারের পক্ষে সমন্বয়কারী হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো. তাজ উদ্দিন, সার্বিক তত্বাবধানে ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. জসিম উদ্দিন, রাজাপালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন, কাজি আকতার উদ্দিন টুনু, রেফারি সিরাজুল হক, কন্ট্রাকটার মফিজ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: