কক্সবাজার, শুক্রবার, ৩ মে ২০২৪

উখিয়ার গ্রাম থেকে রোহিঙ্গা অস্ত্র কারিগর গ্রেপ্তার

রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাইরে গ্রামে বসবাস করে অবৈধ অস্ত্র তৈরির সময় সরঞ্জামাদিসহ এক রোহিঙ্গা কারিগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। কক্সবাজারের উখিয়া উপজেলার পশ্চিম পালংখালী গ্রামের একটি বাড়ি থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রোহিঙ্গার নাম মো. ইউসুফ। তিনি রোহিঙ্গা নবী হোসেন বাহিনীর সক্রিয় সদস্য এবং নবী হোসেনের চাচাতো বোনের জামাই। রোহিঙ্গা অস্ত্র কারিগর ইউসুফ উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে বেরিয়ে পশ্চিম পালংখালী গ্রামের একটি বাড়িতে বসবাস করতেন। ওই বাড়িটির একটি কক্ষে বসে তিনি দিনরাত তৈরি করতেন দেশি অস্ত্র।

র‌্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানিয়েছেন, রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী নবী হোসেন বাহিনীর একজন সক্রিয় সদস্য গ্রামে অবস্থান নিয়ে অবৈধ অস্ত্র তৈরি করার গোপন তথ্য ছিল র‌্যাবের কাছে। র‌্যাব সদস্যরা সেই বাড়িটি শনাক্ত করার পর বুধবার রাতে অভিযান চালিয়ে হাতেনাতে ইউসুফকে গ্রেপ্তার করেন।

পরে ঘরে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জামসহ সদ্য প্রস্তুত করা দেশে তৈরি একটি অস্ত্র উদ্ধার করে।

পাঠকের মতামত: