কক্সবাজার, শনিবার, ৪ মে ২০২৪

উখিয়ার রাজাপালং ইউনিয়নে ১ম দিনে টিসিবি’র পণ্য পেল ১৬’শ পরিবার

শ.ম গফুর, উখিয়া::

কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়নে পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০মার্চ) রাজাপালং ইউনিয়ন পরিষদ চত্বরে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পজিপ কর্মকর্তা মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন, রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল বড়ুয়া ও ইউপি সদস্য আব্দুল হক, ইউপি সদস্য ইকবাল বাহার, ইউপি সদস্য আব্দুর রহিম প্রমুখ।

রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, আজ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ১৬শত পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়েছে। আগামীকাল থেকে অন্যান্য ওয়ার্ডের জনসাধারণের মাঝে বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: