কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

উখিয়ার ৪৭ গ্রাম পুলিশ পেল বাইসাইকেল

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া বার্তা ডটকম::

কক্সবাজারের উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৭ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই সাইকেল বিতরণ করা হয়।

উক্ত বাইসাইকেল বিতরণে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।

এসময় উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ১০ জন, রত্নাপালং’য়ের ৮ জন, হলদিয়াপালং’য়ের ১০ জন, রাজাপালং’য়ের ১০ জন, পালংখালীর ৯ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ করা হয়।

বাইসাইকেল পেয়ে বাংলাদেশ গ্রাম পুলিশ তথ্য প্রযুক্তি কেন্দ্রীয় ইউনিট চট্রগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নুর মোহাম্মদ জানান, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য আমরা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারব।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ জানান, ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ গ্রামে গ্রামে সরকারি গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে উপজেলার ৪৭ জন গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশেরা তাদের কাজে আরো উদ্বুদ্ধ হবেন।

পাঠকের মতামত: