কক্সবাজার, রোববার, ৫ মে ২০২৪

উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে

উখিয়ায় জেন্ডার ওরিয়েন্টেশন এবং জেন্ডার কর্মপরিকল্পনা তৈরি প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি::

কক্সবাজারের উখিয়া উপজেলায় নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে জেন্ডার ওরিয়েন্টেশন এবং জেন্ডার কর্মপরিকল্পনা তৈরি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে৷

রবিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা হল রুমে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম (বিসিসিপি) এর সহযোগিতায় উখিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরু নেছা বেবীর সভাপতিত্বে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়৷

এসময় সভাপতির বক্তব্যে কামরু নেছা বেবী বলেন, “বৈষম্য দূরীকরণে শক্তিশালী লিঙ্গ নীতি প্রণয়ন করতে হবে। আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক নারী হলেও এখনো নারীরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। আমাদের এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমাদের নারীদের জন্য অনেক সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। কিন্তু আমরা প্রান্তিক অঞ্চলের নারীদের এই সুবিধায় আনতে পেরেছি কি? আজকে আমাদের নারীদের গৃহের কাজকে ছোট করে দেখা হয়। বলা হয়, এটা কী কোনো কাজ হলো? এসব পশ্চাদপদ চিন্তা-চেতনা আমাদের দূর করতে হবে। আর এ কাজগুলো আমাদের মিলে মিশে করতে হবে৷”

তিনি আরও বলেন, “সহজ ভাষায় বলতে গেলে শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে পুলিশে, প্রশাসনে, রাজনীতিতে, বিচার ক্ষমতায় নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে নারীদের অবস্থান লক্ষ্যণীয়। আর নারীরা নিজের মেধায় তা অর্জন করে নিচ্ছে। এমনকি পূর্বে বিচার কার্যে নারীদের অবস্থান ছিলো না, বর্তমানে তাও লক্ষ্য করা যায়। বিমান চালক হিসেবেও নারীদের অবস্থান রয়েছে। অর্থাৎ বর্তমান সরকারের অবদানে আজকের বাংলাদেশে দৃশ্যমান নারী-পুরুষের সমতার বিধান যথেষ্ট পরিসরে লক্ষ্যণীয়”।

এসময় বক্তব্য রাখেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য খুরশিদা বেগম, রত্নাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহবুবুল আলম, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বাদশা সহ উপজেলা পাঁচ ইউনিয়ন পরিষদ থেকে পুরুষ ও মহিলা ইউপি সদস্য, সরকারি কর্মকর্তা, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম (বিসিসিপি) এর কর্মকর্তা, সাংবাদিক সহ প্রমুখ৷

পাঠকের মতামত: