কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

উখিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঈদ করবে ২২০ গৃহহীন

নিজস্ব প্রতিবেদক::
সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঈদের আগে জমির মালিকানাসহ ঘর পাচ্ছেন মোট ৩২ হাজার ৯০৪টি গৃহহীন পরিবার। উখিয়ার পাঁচ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঈদ করবে ২২০ গৃহহীন ও ভূমিহীন পরিবার। সাথে বিদ্যুৎ সহ নানা সুযোগ সুবিধাও দেওয়া হবে এসব পরিবারকে৷
উপজেলা সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের ২শ ২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে আগামী ২৬ এপ্রিল মুজিববর্ষের ঘর ও জমি প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার ১নং জালিয়াপালং ইউনিয়নে ২৮টি,২নং রত্নাপালং ইউনিয়নে ৩০টি,৩নং হলদিয়াপালং ইউনিয়নে ২০টি,৪নং রাজাপালং ইউনিয়নে ১০০টি ও ৫নং পালংখালী ইউনিয়নে ৪২টি ভুমিহীন পরিবার পাবে মুজিববর্ষের ঘর ও জমি।
সবগুলো পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রীর ১টি করে প্যাকেট বিতরণ করা হবে। প্যাকেটে থাকবে ২ কেজি ছোলা, ১ কেজি মুড়ি,১ কেজি খেজুর, ১ লিটার তেল, দেড় কেজি চিনি, পেয়াজ, মসলা দুধসহ ইফতার সামগ্রী। এছাড়া আলাদা ভাবে দেওয়া হবে ২টি পাতিল, ১ টি কড়াই, ১টি ফ্লোরম্যাট, ১ টি মশারীসহ কিচেন ও অন্যান্য সামগ্রীর একটি করে প্যাকেটও সাথে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, ‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নে উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নে ২২০ টি পরিবারকে ঈদের আগে সেমিপাকা ঘর ভূমিহীন-গৃহহীনদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যুক্ত করা হবে৷
তিনি আরও বলেন, প্রতিটি পরিবারকে দুই শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা ঘর করে দেওয়া হবে। এর সঙ্গে রান্নাঘর ও টয়লেট থাকবে। আঙিনায় হাঁস-মুরগি পালন ও শাক-সবজি চাষেরও জায়গা থাকবে৷

পাঠকের মতামত: