কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

উখিয়ায় মদসহ যুবক আটক

কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল বিদেশি মদসহ বশির (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউপির পালংখালী বাজারের উত্তর পাশে কেদারখোলা ব্রিজ সংলগ্ন রশিদিয়া মার্কেটের বিপরীত পাশে কক্সবাজার-টেকনাফ পাকা রাস্তার কাছে অভিযান পরিচালনা করে। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির নিকট থেকে ৫০টি বিদেশি কাচের মদের বোতল পাওয়া যায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির নাম হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড খারিংগাঘোনা তুলাতলীর মৃত মুক্তার আহমেদের ছেলে বশির (১৯) বলে জানা যায়। উদ্ধার মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত: