কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

উখিয়ায় মরহুম বখতিয়ার আহমদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ার কুতুপালং বংকিম রাস্তা যুব পরিষদের উদ্যোগে মরহুম বখতিয়ার আহমদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে৷

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজাপালং ইউনিয়নের কুতুপালং কুনারপাড়া খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও মরহুম বখতিয়ার আহমদের পুত্র ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন৷

এ সময় রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, রাজাপালং ৯নং ওর্য়াডের গ্রাম পুলিশ আলম খানসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ আমিনুল ইসলাম জানান, ‘আমার বয়স প্রায় ৭৫ বছর, মরহুম বখতিয়ার আহমদ আমার সবচেয়ে কাছের মেম্বার ছিলেন তিনি আজ বেঁচে নেই কিন্তু তার নাথাকার শূন্যতা তার ছেলে হেলাল মেম্বার পূরণ করে যাচ্ছেন৷ আজ মরহুম বখতিয়ার আহমদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করাই সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই’

এ বিষয়ে মরহুম বখতিয়ার আহমদের পুত্র ও রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জানান, “আমার পিতা মরহুম বখতিয়ার আহমদ আজ নেই কিন্তু নাথাকার ব্যাপারটা কাউকে বুঝতে দেয়নি৷ আমার পিতা মৃত্যুর পর থেকে আমার পিতার স্থলে আমি মেম্বারের দায়িত্ব পালন করে আমার পিতার মতো সাধারণ মানুষ পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি৷ বিশেষ করে ছেলেরা যাতে মাদক থেকে রক্ষা পাই সেজন্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি৷ এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি৷ আগামীতে আবারও এ খেলার আয়োজন করার জন্য অনুরোধ করছি৷”

ফুটবল টুর্নামেন্টে কুতুপালংয়ের সাগর একাদশ ১-০ গোলে রুবেল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী দলকে প্রথম পুরস্কার চ্যাম্পিয়ন ট্রপি দেয়া হয় ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে রানারআপ ট্রপি দেয়া হয়৷ তাছাড়া সেরা গোলকিফার ও সেরা গোলদাতাকে এবং সেরা খেলোয়াড়কে পুরুষ্কার দেওয়া হয়৷

পাঠকের মতামত: