কক্সবাজার, রোববার, ৫ মে ২০২৪

উখিয়ায় ১ লক্ষ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি::
কক্সবাজারের উখিয়ার বাংলাদেশ-মায়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় ১ লক্ষ ৪০ হাজার  ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এসময় পাচারকারীদের সাথে বিজিবির গোলাগুলি হয়, তবে কেউ হতাহত হয়নি।
শুক্রবার (১৩ আগস্ট) রাত ৯ টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় নামক স্থানে এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শনিবার সকালে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন,  “গোপন সংবাদ পেয়ে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপি’র সদস্যরা অভিযানে গেলে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে  দুই রাউন্ড পাল্টা ফায়ার করলে পাচারকারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে পাহাড়ী জঙ্গল হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।”
৩৪ বিজিবির অধিনায়ক আরো জানান, “ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১ লক্ষ ৪০ হাজার  ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গত ০১ জানুয়ারি ২০২১ থেকে এখন পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় ২৯ লাখ ৫০ হাজার ২৬২ ইয়াবাসহ ১৫১ জন আসামী আটক করেছে বিজিবি’র কক্সবাজারস্থ ৩৪ ব্যাটেলিয়ন।
মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা
উখিয়া কক্সবাজার,
০১৮৩৩-২৭০৭১৭৷

পাঠকের মতামত: